১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কারাগারে বরখাস্ত হয়নি দুইমাসেও




যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কারাগারে বরখাস্ত হয়নি দুইমাসেও

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০১৮, ২০:৫৪ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য নাসির হোসেন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন প্রায় ৫০ দিন ধরে। অথচ এখনও বরখাস্তের আদেশ হয়নি। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানিয়েছেন এই ইউপি সদস্যের বরখাস্তের বিষয়টি এখন পক্রিয়াধীণ রয়েছে।

নাসির হোসের একই ইউনিয়নের তালতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিগত ২০১৬ সালের ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ড হতে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করে দায়িত্ব পালণ করছিলেন।

১৯৯৬ সালে একই গ্রামে সংগঠিত একটি হত্যা মামলার আসামী ছিলেন তিনি।পরে গত ৮ জানুয়ারী গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো:ফজলে এলাহী ভূইয়া এই মামলার প্রধান আসামী ইউপি সদস্য নাসির হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। এই দিনই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর পর থেকে এই ইউপি সদস্য কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, আদালতের আদেশের কপি পেতে দেরী হওয়ায় সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে আমাদের একটু সময় লেগেছে। এই ওয়ার্ডের সাধারণ লোকজনের একজন জনপ্রতিনিধির অভাবের কষ্ট লাগবে আমাদের আশা সংশ্লিষ্ট বিভাগ খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।

স্থানীয় সরকার বিধিমালাঅনুযায়ী স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি আদালত কর্তৃক ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে বরখাস্ত করবে স্থানীয় সরকার বিভাগ। অথচ নাসির হোসেনকে কেন বরখাস্ত করা হচ্ছে না এর জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান,এই ইউপি সদস্য আদালত কর্তৃক দোষী সাব্যস্তের সকল প্রমান সংগ্রহ করে ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান,এই ইউপি সদস্যের বরখাস্তের বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করা হচ্ছে দু একদিনের মধ্যেই বরখাস্তের চিঠি ইস্যু করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET