
নাজিম হাসান,রাজশাহী থেকে:
দেশব্যাপী নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ভোট চুরি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্টিত হয়েছে। পুলিশের ২১ দফা শর্ত মেনে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে মহানগরীর নাইস কনভেনশন সেন্টার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জনসমাগত বাড়তে থাকে। নগরীর প্রায় সব ক’টি রাস্তায় ছিল মানুষের ঢল। দলে দলে মানুষ যোগ দেন বিভাগীয় সমাবেশে। এবং সমাবেশ থেকে জানানো হয় তাদের পথে পথে বাধা দেয়া হয়েছে৷ রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাংসদ হারুন অর রশিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, ইশরাক হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।