১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী অটো ছিনতাই করে চালককে হত্যার পরে মাটিচাপা, আটক ৩




রাজশাহী অটো ছিনতাই করে চালককে হত্যার পরে মাটিচাপা, আটক ৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২৪, ১৯:০৭ | 693 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে অটো-রিক্সা ছিনতাইয়ের পর চালক সিরাজুল ইসলামকে (৫৮) হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকা এ ঘটনা ঘটে।
সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে নিহত অটোরিকশা চালকের লাশ একটি কালাই খেতে পুঁতে রাখা অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকতার।
তিনি বলেন, নিহত ওই অটো চালকে নাম সিরাজুল ইসলাম। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে। এঘটনায় আটককৃতরা হলো- রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি পরিচয় প্রদানকারী নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া এলাকার নুরে ইসলাম মিলনের ছেলে শুভ (১৯), শাহমখদুম থানার ভুগরইল খবিরের মোড়ের আকবর হোসেনের ছেলে রাতুল (১৯) এবং এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ফিরোজ (২২)।
ওসি জানান, রোববার দিনগত রাত ১১টার দিকে আটককৃত তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়। সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী থানার ভাগাইলা এলাকায় গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় অটো-রিক্সাতে রক্তের দাগ ও তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকা-ের বিষয়টি উঠে আসে।
এরপর বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে অবহিত করা হয়। পরে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা লাশ পুঁতে রাখা স্থানে পুলিশকে নিয়ে যায় এবং তাদের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে অটো চালকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করে ছিনতাইকারীরা।
নিহত সিরাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম বলেন, আমার আব্বা শনিবার বিকাল ৫টার দিকে অটো রিক্সা নিয়ে বের হয়। অনেক রাত হয়ে গেলে মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আমরা খোঁজা-খুজি শুরু করি।
ওসি শাহিন আকতার জানান, নিহত অটো চালকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET