১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




রাজারহাটে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৭:৫৭ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী ২৫ পেরিয়ে ২৬-এ পদার্পণ উপলক্ষে দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ- পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের পদচারণায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।
গতকাল বুধবার বিকেল ৩টায় ব্যান্ডপার্টির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট ডাকবাংলোর কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় রাজারহাট উপজেলা শাখা পাঠকজমিন ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) এর সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও উদ্বোধক রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: আহসান হাবিব নীলু, দৈনিক মানবজমিন কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো: এনামুল হক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু। এ সময় বক্তরা অনুষ্ঠানের অতিথিবৃন্দ দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক মতিউর এর সমৃদ্ধি কামনা করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি, উপজেলা দূনর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ: অধ্যাপক হবিবর রহমান হবি, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম, রাজারহাট থানার ডিএসবি এএসআই মো: আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক জাহানুর আলম সোহেল, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়, রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আলতাফ হোসেন সরকার, এম. আজিজুল হক, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রসমাজের সভাপতি লিটন আহমেদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি- উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ দৈনিক মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিককে নিয়ে রজতজয়ন্তী’র কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়। # (ছবি সংযুক্ত)
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET