রামগঞ্জে বাইপাস সড়কে জাবালে রহমত মসজিদ সংলগ্ন উত্তর পাশে বিদ্যুতের খুঁটি ভেতরে রেখে ভবন নির্মান করা হচ্ছে। ভবনের মালিক আমির হোসেন ডিপজল ঝুঁকির বিষয়টি জেনেও বিগত একবছর যাবত এভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। যে কোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
আনোয়ার হোসেন পাটোয়ারী, সফিকুল ইসলাম, রাশেদ আলমসহ স্থানীয় কয়েকজন জানান, আমির হোসেন ডিপজল স্বভাবগত ভাবে কোন নিয়মনীতিকে তোয়াক্কা করেন না। নিজের ইচ্ছামত যে কোন কাজ করে থাকেন। বিদ্যুতের খুঁটি ভবনের ভিতর রেখে নির্মান করাটি অনিয়ম ও ঝুঁকিপূর্ন। এটা জেনেও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে কারো যেন মাথা ব্যাথা নেই। তিনি এর আগেও ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে আল মদিনা নামে একটি ইটভাঁটি পরিবেশ ছাড়পত্র ছাড়া নির্মান করেন। ২০২১ সালে সে ভাঁটার দেওয়াল ভেঙ্গে দুই ভাইসহ তিনজন শ্রমিক মারা যান।
এ ব্যাপারে আমির হোসেন ডিপজল জানান, খুঁটিতে বিদ্যুৎ সংযোগ নাই। বিদ্যুৎ অফিসকে খুটি সরিয়ে নেওয়া জন্য জানানো হয়েছে। তারপরও তারা নিচ্ছে না। আমি ভবনের কাজতো পেলে রাখতে পারি না।
রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল কার্যালয়ের ডিজিএম নুর আলম ভূইয়া জানান, খুঁটিটিতে বিদ্যুৎ সংযোগ নেই। তারপরও সে নিয়মনীতি অমান্য করে খুঁটি ভিতরে রেখে ভবন নির্মান কাজ করতে পারে না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।