৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে বিরলে জামাতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল




লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে বিরলে জামাতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৪, ১৮:৫৬ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে উপজেলা জামাতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালে রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব দের প্রতিবাদে ও শহিদ হওয়া জামাতের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

২৮ (অক্টোবর) সোমবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় উপজেলা জামাতে ইসলামীর  আমির হাফেজ মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন  দিনাজপুর উত্তর এর জামাতের নায়েবে আমির এ,কে,এম আফজালুল আনাম, প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর দিনাজপুর জেলা উত্তরের কার্যপরিষদ সদস্য এ্যাড: আবুল আলা মাহাবুবুর রহমান ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: আজমির হোসাইন।  এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালে ঢাকার পল্টনে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচার করতে হবে। এমন প্রেক্ষাপটে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করে। বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে হত্যা করা হয়।

রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। তবে বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের।
আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা ও উপজেলা পর্যায়ের জামাতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আব্দুর রশীদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET