
সিরাজগঞ্জ শহরের শাহীন স্কুলের ৪টি ক্যাম্পাসের ১ হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৯শে ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের সোনিহোটেল কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার শাখা পরিচালক মোঃ নরুল হকের সঞ্চালনায় ও নির্বাহি শাখা পরিচালক আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড”। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার বিকল্প নেই। দেশকে উন্নত করতে হলে অবশ্যই আপনার নিজে আগে উপযোগী হতে হবে। তাই তোমরা বর্তমানের ন্যায় আগামীতেও আরো ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। একজন শিক্ষার্থী ভালো হওয়ার পিছনে অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে অভিভাবককে। আপনাদের সহায়তা আর ভালো সহযোগিতার মাধ্যমেই আপনার সন্তান সাফল্যের চূড়ায় পৌছাতে পারবে। আপনি যদি তার খারাপ ফলাফলে উৎসাহ না দিয়ে বকা দেন, তাহলে সে পড়ালেখার প্রতি মনোযোগী না ও হতে পারে। তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে সর্বাত্মক সমর্থন করবেন ভালো ফলাফলের ক্ষেত্রে”। এসময় সকল সহকারি শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।