
শুভপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ( ৪,৫,৬ নং ওয়ার্ড) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রোমেনা আক্তার। বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি শুভপুর ইউনিয়ন জাসদের মহিলা বিষয়ক সম্পাদক। রোমেনা আক্তার দীর্ঘ দিন সেমাজ সেবায় নিজেকে নিয়োজিত রয়েখেন বলে জানান। তিনি বলেন, ২০১০ সাল থেকে আমি শুভপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করে আসছি। আসন্ন ইউপি নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে দেখতে চায় স্থানীয়রা।
বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে রোমেনা আক্তার এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছেন বলেও জানান। এছাড়াও সমাজে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে বিভিন্ন সময়ে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন বলেও জানান তিনি। রোমেনা আক্তারের দাবি আসন্ন ইউপি নির্বাচনে শুভপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে জয়যুক্ত করে তবে অতীতে ন্যায় জনগণের কল্যাণে সেবা করবো।