গাজীপুরের শ্রীপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ (বিপিএম-সেবা)। মঙ্গলবার দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা,গাজীপুর সদর থানার হোতাপাড়া, ভবানীপুর, বাঘের বাজারসহ উল্লেখযোগ্য বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় বিনা কারণে যারা ঘরের বাহিরে বের হয়েছেন তাদেরকে ঘরে থাকার পরামর্শ এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে যারা মাস্ক ব্যবহার করেননি তাদেরকে মাস্ক বিতরণ করেন ।
তিনি বলেন, গাজীপুর জেলা পুলিশ ১৬টি চেকপোস্ট ও ১০টি মোবাইল টিম ছাড়াও জেলায় পুলিশের বিভিন্ন শাখা কাজ করছে। মাস্ক, হ্যান্ড সেনিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতন উপকরণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে দোকান বন্ধ রাখা ও অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে অনুরোধ করা হচ্ছে। মানুষ আসলে সচেতন না। জরুরী সেবা ছাড়া কোনো গাড়ী চলতে দেওয়া হচ্ছে না। লকডাউন না মানার ক্ষেত্রে আগে যে অবস্থা ছিল তা থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষ এখন বুঝতে শিখেছে। সরকার ঘোষিত লকডাইন বাস্তবায়নে গাজীপুর জেলা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।
তিনি আরোও বলেন, আমাদেরকে ত্রাণের জন্য ফোন দিচ্ছেন আমরা তাদেরকে ত্রাণ দিচ্ছি। এ পর্যন্ত দ্বিতীয় দফায় প্রায় ১ হাজার পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি এবং অনেককে নগদ অর্থ সহায়তা দিয়েছি। এ সকল অর্থ আমাদের গাজীপুরের পুলিশ সদস্যদের সহায়তায় বিতরণ করেছি। যে কোন দুর্যোগ এবং সহায়তায় জেলা পুলিশ মানব কল্যাণে ভবিষ্যতেও এ ধরণের ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে ।
এসময় তাঁর সাথে ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম, গোলাম রব্বানী (অপরাধ-প্রশাসন), সানজিদা (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন (কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল), শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন, গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ প্রমূখ।