
গাজীপুরের শ্রীপুরে মাদার্স কেয়ার হাসপাতালে সোমবার সন্ধ্যায় এক মা পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তিনজনের জন্ম হয়েছে মৃত অবস্থায়। অপর দুজন জন্মের পর পরই মারা যায়। সোমবার রাতে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালটির ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে জানান, ওই মায়ের নাম বৃষ্টি আক্তার (২১)। তিনি কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের মোশাররফ হোসেনের স্ত্রী। মামুন আরো জানান, সোমবার দুপুর ১২ টার দিকে ওই মা হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যা সাতটার দিকে প্রথমে তিনটি মৃত সন্তানের জন্ম হয়। এরপর দুটি জীবিত সন্তানের জন্ম হলেও জন্মের কিছুক্ষণ পরই তারা মারা যায়। শিশুগুলো অপরিণত। তাদের বয়স মাত্র ২০ সপ্তাহ। মায়ের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
তবে এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক জহিরুন্নেছা রেনুর ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনে বারবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Please follow and like us: