গাজীপুর প্রতিনিধি: শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের সভাপতিত্বে সদস্যরা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ‘সাংবাদিক সমিতির’ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকদের নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রæতি দেন। সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান ও কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন বিগত দিনের কার্যক্রম ও আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন। সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সকল সদস্যদেরকে নির্ধারিত মাসিক বকেয়া চাঁদা আগামী সাধারন সভার আগে পেিরাশোধ করার জন্য অনুরোধ করেন এবং সংগঠনের কার্যক্রমে গতীশীলতা আনার জন্য সকলের প্রতি জোর দাবি করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডেইলী স্টার’র গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), উপদেষ্টা কাজী আকতার হোসেন (ভোরের ডাক), মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (বাংলাদেশ জার্নাল), যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বর্তমান), দপ্তর সম্পাদক আতাউর রহমান সোহেল (ঢাকা প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (শিরোমনি), সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা (আমার সংবাদ), শাহাদাত হোসেন সাদেক (সবুজ নিশান), এস এম জহিরুল ইসলাম (আজকের বাংলা সংবাদ)।