
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকেল ৩ টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সূচনালগ্নে কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
কালিয়াকৈর সার্কেলের এএসপি আল-মামুনের সঞ্চালনায়,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতার উদ্দিন,শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী,শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ, ইন্সপেক্টর অপারেশন গোলাম সারোয়ার,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দিপু,জেলা ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও থানার সকল অফিসারগণ।