২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • সংসারের ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষা চাষে ঝুঁকেছে কৃষক




সংসারের ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষা চাষে ঝুঁকেছে কৃষক

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২৫, ১৮:৪৫ | 632 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভোজ্য তেলর সংকট ও সংসারের তেলের চাহিদা পূরণ এবং বাণিজ্যিকভাবে সরিষার চাহিদা বাড়ায় এবার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ব্যাপক হারে সরিষা চাষে ঝুকেছে কৃষক। উপজেলার দিগন্ত জুড়ে সরিষার ফুলে হলুদের সমারোহে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ। চোখ জুড়ানো সরিষার হলুদ ফুলের মৌ মৌ গন্ধো মৌমাছি সংগ্রহ করছে মধু আর কৃষক বুকভরা আশা নিয়ে বুনছে স্বপ্নের জাল।
সংসারের (পরিবারের) রান্না-বান্নার তেলে ও শরীরে ব্যবহারের জন্য খাঁটি সরিষার তেলের বিকল্প নেই কিছু। ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে ভেজালের শেষ নেই যা মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কলিম উদ্দিন নামে সরিষা চাষি এক কৃষক এ কথাগুলি বলেন। তিনি আরো বলেন, ডাক্তারাও সরিষার তেল খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তাই আমি পরিবারের ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য এবার দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। ৭৫ দশক থেকে কৃষক সারিষার  চাষাবাদ করতো। কিন্তু এই সময়ে সরিষার দাম না থাকলেও মানুষ কলুর বলদ দিয়ে ঘানিতে সরিষা পিশে সরিষার তেল দিয়েই পরিবারের রামু-বাপ্পান সহ শরীর ব্যবহার করতো। কিন্তু সরিষা তেলের বিকল্প তেল প্রচলন চালু বয়োর পর ধীরে ধীরে সরিষার চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষক। তবে দেশে এখন বাণিজ্যিকভাবে সরিষার তেলে ও সরিষার চাহিদা বাড়ছে। বাজারে দামও ভালো তাই সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। ফালডাঙ্গী  গ্রামের কৃষক নলিম বলেন, এক সময় সরিষার চাহিদা এবং দামও ভালো হলো না তাই আমি সরিষার চাষ করতাম না। বাজার থেকে সরিষার বিকল্প তেল কিনে সংসারের চাহিদা পুরন করতাম। বাজারে এখন ভেজাল তেল দামও বেশী এবং স্বাস্থের জন্য ক্ষতিকর। আমি এবার এক বিঘা জমিতে সরিষার চাষ করেছি আশা করি ভালো ফলন পাব। এতেই আমার পরিবারের তেলের চাহিদা পুরন হবে। সরিষা তুলার পর ওই জমিতে বোরোধান রোপন করবো। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার কালিগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, প্রতিমন পুরাতন  শুকান সরিষা ৩ হাজার ৫শ’ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
হরিপুর উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) রুবেল হুসেন  বলেন, আবাদি ও পতিত জমিসহ ৩ হাজার ৪শ’ ৮ হেক্টর জমিতে সরিষার চালা হয়েছে এব আরোল ৮০ থেকে ৮৫ দিন। প্রতি হেট্রর জমিতে ফলন হতে পারে ১ দশমিক ৪৫ টন। এ উপজেলার এবার ৪শ’ প্রান্তিক কৃষককে সরিষা চাষের জন্য ভতুর্কি হিসেবে বিনামূল্যে সরিষা বীজ দেওয়া  হয়েছে। বাণিজ্যিক ভাবে সরিষা ও তেলের চাহিদা বৃদ্ধি এবং ভালো দামের পাওয়ার জন্য কৃষক দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET