২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা বিএমএসএফ এর প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত




সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা বিএমএসএফ এর প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

জাহেদ হোসাইন, জেলা প্রতিনিধি, কক্সবাজার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২১, ১৩:৪৩ | 714 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নোয়াখালী কোম্পানি গঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী কোম্পানি গঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবে কক্সবাজার জেলা বিএমএসএফ এর উদ্যোগে আজকের প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সদস্য দৈনিক আলোকিত উখিয়ার মফস্বল সম্পাদক জাহেদ হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার আহ্বায়ক জাতীয় অনলাইন পোর্টাল বাংলা পত্রিকা ২৪ এর বিশেষ প্রতিনিধি, দৈনিক আলোকিত উখিয়ার ক্রাইম নিউজ এডিটর ও ইনানী নিউজ ২৪ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ শহীদুল্লাহ।  সঞ্চালনায় ছিলেন কক্সবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য জাতীয় দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি মাস্টার সেলিম উদ্দিন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জাতীয় দৈনিক আমার কাগজ ও ডেইলি গুড মর্নিং এর সহ সম্পাদক এবং একে নিউজ ২৪ এর সম্পাদক আকতার হোসাইন কুতুবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক রুহুল আমিন সিকদার, বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কক্সবাজার বাণী ও জনতার বাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত উখিয়ার স্টাফ রিপোর্টার ছালামত উল্লাহ, নিউজ কক্স বিডির পরিচালনা সম্পাদক সাইমুন আমিন, দৈনিক সাগর দেশ এরর স্টাফ রিপোর্টার শামশুল আলম শ্রাবণ, সাংবাদিক শফিউল হক রানা, সাংবাদিক সোহেল আরমান প্রমূখ।
সমাবেশে উপস্থিত ছিলেন  এশিয়ান টিভি কক্সবাজার জেলা (দক্ষিন) প্রতিনিধি আবদুর রাজ্জাক, সিবিবিএন ২৪ এর সম্পাদক জসিম উদ্দিন, সিবিবিএন এর বার্তা সম্পাদক এন আলম আজাদ,  জয় বাংলা টিভি ২৪ এর মহা ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, দৈনিক আলোকিত উখিয়ার আমিনুল ইসলাম, সাংবাদিক জিয়াউল হক জিয়া, দৈনিক আলোকিত উখিয়ার নুরুল আলম সিকদার, জয় বাংলা টিভি ২৪ এর প্রতিষ্ঠাতা ছিদ্দিক আহমদ আতিক, শাহাব উদ্দিন বাবু, রাশেদুল আলম রাশেদ, ইয়াছিন আরাফাত, শেফাক উদ্দিন, ফরহাদ, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম বাদশা সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছে সমস্ত মামলা প্রত্যাহারেরও জোর দাবী জানান।
অন্যান্য বক্তারা বলেন, অবিলম্বে কোম্পানি গঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের ও আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের উপর গুলি বর্ষণকারী কারা ছিল জিজ্ঞাসাবাদ করে বের করার জন্য নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। বক্তারা আরো বলেন, নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের পরিবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা কামনা করেন।
প্রতিবাদ সমাবেশের সভাপতি বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়ন করে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সংসদে সাংবাদিকদের স্বার্থে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার জোর দাবী জানিয়েছেন। ভবিষ্যতে যেন আর কোন সাংবাদিকদের উপর হামলা মামলা করতে দুঃসাহস না দেখাতে পারে সেই ব্যবস্থা গ্রহন করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET