১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিনিয়র সহকারী সচিব হলেন রাজশাহী জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা




সিনিয়র সহকারী সচিব হলেন রাজশাহী জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২০ ২০২৪, ০০:৫২ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন রাজশাহী জেলায় কর্মরত ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের সাতজন কর্মকর্তা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, চারঘাটের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ, বাগমারার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ও বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
এছাড়া রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়াসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী তাদের পদোন্নতি দিয়েছে সরকার।
এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।
এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET