
সিরাজগঞ্জে কন্ঠধবনি আবৃত্তি শিক্ষা নিকেতনের আলোকিত কন্ঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কালীবাড়ি কন্ঠধবনি আবৃত্তি শিক্ষা নিকেতনের নিজস্ব কার্যালয় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতাটি কন্ঠধবনি আবৃত্তি শিক্ষা নিকেতনের পরিচালক রাখী সাহার পরিচালনায় ৩টি ক্যাটাগরিতে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় সারা দেশে থেকে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
কন্ঠধবনি আবৃত্তি শিক্ষা নিকেতনের শিক্ষার্থী জয়ী বিশ্বাসের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।