১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে কুখ্যাত সন্ত্রাসী জহুরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন




সিরাজগ‌ঞ্জে কুখ্যাত সন্ত্রাসী জহুরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২৪, ০০:৩৭ | 671 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের ডিগ্রীপাড়া গ্রামের বাচ্চু, মুকুল এবং কালামকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী, দুর্নীতিবাজ, জুয়ারু, চাঁদাবাজী, নারী কেলেংকারী কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ইলিয়াস ও সুমনের দৃষ্টান্তমুলক শাস্তি এবং জহুরুলকে ইউপি সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি ও জহুরুলের ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোব করেন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫ টায় সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী যমুনা বাজারে প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্হিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাঁচঠাকুরী যমুনা বাজার থেকে ডিগ্রিগ্রাম পর্যন্ত গিয়ে এই পর্যন্ত গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

এ সময় হত্যা চেষ্টা মামলার বাদী আব্দুল বাছেদ মানববন্ধনে বলেন, প্রকাশ্য মাদক ব্যাবসায়ী দুর্নীতি জুয়ারু, চাঁদাবাজী, লম্পট নারী কেলেংকারী খ্যাত কুখ্যাত সন্ত্রাসী জহুরুল মেম্বর ও তার সহযোগী ইলিয়াস-সুমন বাহিনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন ও তাদের ফাঁসি চান।মামলার বাদী আব্দুল বাছেদ আর ও বলেন,আইনের মাধ্যমে এদের কঠিন শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কেউ করবে না।

এ সময় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া সহ আর ও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন এই কুখ্যাত সন্ত্রাসী পুরো গ্রামটাকে নষ্ট করে ফেলেছে। মাদক থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যে কাজ এই জহুরুল করে না।আমরা পুরো গ্রামবাসি আইনের কাছে সহয়তা চাই এবং পুরো গ্রামের যুব সমাজকে রক্ষা করতে চাই।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১৯ মে (রোববার) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী পদকে কেন্দ্র করে পাঁচঠাকুরি যমুনা বাজার হাটখোলা মাহবুবের সারের দোকানের সামনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আকরাম হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বাচ্চু, মুকুল ও কালাম কে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET