
গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী গৌড়িয়ারবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মো. আফসার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম।
এসময় গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আফিয়া আফরোজ, মনিরা পারভীন, এস, এম আসাদুজ্জামান, আয়েশা খাতুন, মোছা: ফরিদা পারভীন, তাওহিদা হক, মির্জা আতিয়া সুলতানা, রোমানা আবেদিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।