
সিরাজগঞ্জ উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত ১৯ জন চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। শপথ নেয়ার পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, বেলকুচি পৌরসভার মেয়র মোঃ সাজ্জাদুল হক রেজা, প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
সুমাইয়া সুলতানা এ্যানি।
এসম উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ইউনিয়ন পরিষদের সচিব গণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।