
সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের হার্ড পয়েন্ট এলাকায় বাঁধের একাংশ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ ঘটিকার সময় প্রায় ১৫০ মিটার বাধঁ ধ্বসে পড়ে।
যমুনা নদীর স্থায়ী শহররক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) রাসেল পার্ক এলাকার পুরাতন জেলখানা ঘাটে এ ধ্বসের ঘটনা ঘটে। বাঁধটিতে এই নিয়ে ৬ষ্ট বারের মতো এমন ধ্বসের কারণে শহরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ পাউবোর বিশেষায়িত শাখা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাঁধের তলদেশের পানি থেকে বুদবুদ উঠতে শুরু করে। কিছুক্ষনের মধ্যে প্রায় ১৫০ মিটারের মত বাধঁ যমুনার গর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দিয়ে পাথর, সিসি ব্লক ও বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গয়লা এলাকার জসিম উদ্দিন বলেন, আমরা খুব ভয়ে আছি। পাউবোর কর্মকর্তারা সঠিকভাবে দেখভাল করলে এই অবস্থা হতো না।