১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দা‌বি‌তে শিক্ষার্থী‌দের মানববন্ধন




সিরাজগ‌ঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দা‌বি‌তে শিক্ষার্থী‌দের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৬ ২০২১, ২০:৪৯ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হোসেন আলী ছোট্ট
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা যত দ্রæত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

জামতৈল হাজী করোপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের শিক্ষার্থী সজিব আহমেদ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাকিব সাকিল, কামরুল ইসলাম ,নাসিম রেজা মাসুদ , ইমরান, রাশেদ রাব্বি, অর্নব হাসান , নাসিম রেজা অপু প্রমূখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৪ মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। স্বাস্থ্য বিধি মেনে যদি মার্কেট, শপিং মল, পর্যটনকেন্দ্র, গণ-পরিবহন চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও অবশ্যই চলতে পারবে।

সাধারণ শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষা জাতির মেরুদÐ। এই মেরুদÐ নষ্ট করবেন না। শিক্ষার্থীদের কথা ভাবুন। আমাদের দুঃখ দুর্দশার কথা একবার চিন্তা করুন। আমাদেরকে বাঁচান। অনতিবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আজ কাল না করে অতি দ্রæত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে আমরা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া কলেজ, ইসলামিয়া ইউনিভার্সিটি, ইউরোপীয়ান ইউনিভার্সিটি, পুন্ড ইউনিভার্সিটি, হাজী করোপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ, আকবার আলী কলেজ, বেলকুচি কলেজ ও কালেক্টারেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এই মানববন্ধনে সংহতি জানিয়ে বক্ত্যব রাখেন, সিরাজগঞ্জ জেলা বেসরকারি কলেজ সমিতির সাধারণ সম্পাদক ও যমুনা ডিগ্রী কলেজের শিক্ষক ইকবাল হোসেন, সি,পি,বি সভাপতি ইসমাইল হোসেন, বাসদ সিরাজগঞ্জ জেলার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন বানু।

এসময় তারা বলেন, সকল শিক্ষার্থী – শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের করোনা টিকা দিয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু করা উচিত।

উল্লেখ্য,করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর ধরে দেশের সকল শিক্ষপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET