সিরাজগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন দুয়ারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১০ জুলাই বুধবার উৎসব কমিউনিটি সেন্টার মুক্তিযোদ্ধা গলিতে দিনব্যাপী বৃক্ষ বিতরণ বৃক্ষরোপন ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্বপ্ন দুয়ারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি স্বপ্ন দুয়ারের সভাপতি এস এম আব্দুস সালাম মামুনের সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীরে এডহক কমিটির সদস্য আসাদ উদ্দিন পবলু। সিরাজগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয় সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দিন সোশ্যাল এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ বাবুল আক্তার রিজভী।
অনুষ্ঠানে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী হানিফ মোহাম্মদ কে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।