হাসান আল মামুন:- গত ৮ ফেব্রুয়ারির পুলিশ ও বিএনপির সংঘর্ষ ও ৮ ককটেল উদ্ধারের ঘটনায় মামলায় হাইমচর উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম শফিক হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় হাইকোর্ট বিভাগেরে বিচার প্রতি মোঃ ওবায়দুল হক ও কিসনে দেবনাথের আদালতে আগাম জামিন প্রার্থসা করলে মহামান্য বিচারক তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। মাজহারুল ইসলাম শফিক আগাম জামিন পাওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়সহ হাইমচর উপজেরা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Please follow and like us: