২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল




হোমনায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে পাল্টাপাল্টি মিছিল

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৪, ১৭:৩৮ | 682 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনা উপজেলা নবগঠিত বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে অন্যদিকে বিএনপির আরেক একাংশ নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল শনিবার ২৬ অক্টোবর বেলা ১২ টার দিকে উপজেলা সদরের বিভিন্ন সড়কের পৃথক পৃথক স্থানে এসব কর্মসূচি পালন করে দুই গ্রুপের বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে সদ্য ঘোষিত হোমনা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান এবং অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। অন্যদিকে নবগঠিত কমিটির আহবায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির  সদস্য সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার সাহেবের কবর জিয়ারত করেন ও জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোমনা উপজেলা বিএনপি ৫১ ও হোমনা পৌর সদর বিএনপির ৪১ সদস্য নতুন আহ্বায়ক কমিটি দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আখতারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। তাদের এই স্বাক্ষরিত আহবায়ক কমিটি নিয়ে এক পক্ষ করছে উল্লাস আরেক পক্ষ হয় বিক্ষুব্ধ।
উপজেলা অস্থায়ী কার্যালয়ে বিএনপি’র সিনিয়ার নেতারা বলেন, দলীয় ক্ষমতালোভী হয়ে দলকে পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করতেই যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রথম মেয়াদ উত্তীর্ণ কুমিল্ল উত্তর জেলা কমিটি বাতিল করতে হবে। অবৈধ জেলা কমিটি কর্তৃক নতুন কমিটি বাতিল করে গ্রহনযোগ্য কমিটি গঠনের দাবী জানান।
এদিকে উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মুঠোফোনে জানান, পূর্ব ঘোষিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিএনপির যে নিতি নির্ধারক তারা যাচাই-বাছাই করে নতুন কমিটির দিয়েছে। এখানে বিক্ষিপ্ত হয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কে অবাঞ্ছিত ঘোষণা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা এটাতো হাস্যকর ব্যাপার।
তিনি আরো বলেন, আজকে যারা বিক্ষোভ করেছে এটা সংগঠন বিরোধী কাজ করেছে এবং বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের লোকজন দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বলেও জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET