কুমিল্লার হোমনায় ব্যক্তির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. শিপন সরকার।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘারমোড়া গ্রামে শিপন সরকারের নিজ বাসভবনে ২ হাজার ৫০০ জন নারী পুরুষের মাঝে এইসব ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। ঈদ বস্ত্র বিতরণ কালে মো. শিপন সরকার শাড়ি লুঙ্গি নিতে আসা নারী পুরুষদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন যারা আমার বাড়ি থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি নিতে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমি আপনাদের মাঝে সামান্য উপহার দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। কারণ সমাজের মানুষগুলো আমাদেরই আপনজন। এদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদেরই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সার্বিক সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ। ঈদ বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন ঘাড়মোরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাউদ্দিন সরকার, মো.সবুজ সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Please follow and like us: