
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোমনা প্রেস ক্লাবকে এক শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
গতকাল সোমবার ৩ জানুয়ারী বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাঁর কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকারের নেতৃত্বে সাংবাদিকদের নিকট এ স্মারক হস্তান্তর করা হয়।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সহ-সভাপতি ফেরদৌস আব্দুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, সমাজ কল্যান সম্পাদক আনোয়ার আহমেদ, প্রচার সম্পাদক কবি দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক মো. তপন মিয়া সরকার, সদস্য মো. তরিকুল ইসলাম তারেকও মো. নাঈমুল ইসলাম নাঈম সহ সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে উপস্থিত প্রত্যেক সাংবাদিককে বিজয় দিবসের উপহার প্রদান করেন।
Please follow and like us: