২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




১২তম দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৯, ২০:২৭ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান,গোপালগঞ্জ:উপাচার্যকে প্রত্যাহার করার সুপারিশের খবর গণমাধ্যমে প্রকাশের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন,তাঁরা ইউজি সির সুপারিশকে স্বাগত জানান। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের ভাষ্য, প্রয়োজনে জীবন দেব, তবু উপাচার্য পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াব না। আন্দোল নের ১২তম দিনে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনকারী শিক্ষা র্থীরা নানা স্লোগানে মুখর করে রাখেন বিশ্ববিদ্যা লয় ক্যাম্পাস। উপাচার্যের বিভিন্ন ধরনের অনি য়ম,দুর্নীতির অভিযোগ নিয়ে লেখা প্লাকার্ড, ফেস্টু ন নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আন্দো লনের ১২তম দিনে সকাল ১১টায় সংবাদ সম্মে লনে লিখিত বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন মাষ্টার্স গনিত বিভাগের ছাত্র আল গলিব।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কৃত জ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ভাইদের প্রতি এই দীর্ঘ সময় এবং আগামীর কর্মসুচিসহ বিশেষ করে আমাদের এই ন্যায় যুদ্ধ সম্পর্কে সর্বস্তরের জনগন কে অব হিত করতে চাই আপনাদের মাধ্যমে। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইফজিসির প্রতি।যারা বর্তমান ভিসির সকল অপকর্ম.দূর্নীতি,স্বেরআচরন যার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে ব্যর্থ প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র করছিলেন তার বাস্ত রুপ অনুসন্ধান করে তার বহিস্কার চেয়েছেন। এটা ছিল আমাদের প্রানের আকুতি। তাই তাদেও সুপারিশকে আমলে নিয়ে কতৃপক্ষ দ্রুত ব্যাবস্থা নিবেন সেই আশা করছি। এ সময় তিনি তার বক্তব্যে আরো বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আচার্য মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করছি। দুর্নীতিবাজ,অসভ্য,কু-কর্মের অধিকারী ভাইস চ্যান্সেলরকে দ্রুত অপসা রন এ ব্যবস্থা গ্রহন করবেন। আমরা বিশ্ববিদ্যাল য়ের স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকু ল আবেদন তিনি যেন দেশে ফিরেই দুর্নীতি বাজ, ঘুষখোর, অসৎ ও সমাজের শত্রু ভিসি নাসির উদ্দীনের অপসারনে ব্যাবস্থা গ্রহন করবেন। সেই সাথে কতৃপক্ষের কাছে আহ্বান আমাদের নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর যারা হিংস্র হামলা করেআহত করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর জোর দাবী জানাচ্ছি।উল্লেখ,গোপাল গঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল য়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন রোববার রাতে ক্যাম্পাস ছেড়েছেন। রাত সাড়ে নয়টার দিকে উপাচার্য তাঁর আবাসিক ভবন থেকে নিজ গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি ছিল। উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। এ কারণে তাঁকে উপাচার্যের পদ থেকে প্রত্যাহারের সুপারিশ করেছে ওই কমিটি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET