মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ৩৩ নং ওয়ার্ডের জনতার কমিশনার জনাব তারেকুজ্জামান রাজীব।
১৭ মার্চ ২০১৮ রোজ শনিবার ৩৩ নং ওয়ার্ডের জনতার কমিশনার জনাব তারেকুজ্জামান রাজীব-এর অফিসে সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীর সমাগম ঘটে। এ সময় ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব এ্যাড জাহাঙ্গীর কবির নানক, প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনের কেক কেটে শুভ সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রব এল এম জি, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ মোহাম্মদপুর থানা কমান্ড, ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জনতার নেতা জনাব শাহ্ আলম হোসেন (জীবন) এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
১৯২০ সালের ১৭ মার্চ বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর, মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন।টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেয়া খোকা নামের শিশুটি কালের আবর্তে হয়ে উঠেছিলেন নির্যাতিত-নিপীড়িত বাঙালীর ত্রাণকর্তা ও মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে তিনি হয়ে ওঠেন বাঙালীর অবিসংবাদিত নেতা। এক বর্ণাঢ্য সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে।