
দুই দেশের সীমান্ত রক্ষাসহ সুসম্পর্ক বজায় রাখতে পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়ন ,১৮ বিজিবি’র নিয়ন্ত্রনাধীন গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪০৪/৪ আর সীমান্ত পিলার সংলগ্ন রমজানপাড়া এলাকায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিজিবি’র আহ্বানে বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গিরাগাঁও বিওপি’র জেসিও-৯০২৪ সুবেদার মোঃ ইয়াহিয়া এবং প্রতিপক্ষ ১৭ বিএসএফ ব্যাটালিয়ন এর চাকলাগছ ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর সুনিল কুমার। এখানে বিজিবি’র পক্ষে ৫ জন এবং বিএসএফ এর পক্ষে ৫জন উভয় পক্ষের মোট ১০জন সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় সহ দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে সীমান্ত এলাকা দিয়ে পুশইন না হওয়া, সীমান্ত হত্যা না হওয়া, তারকাটা কর্তন, নারী ও শিশু পাচার, চোরাচালান, সীমান্ত এলাকায় কোন প্রকার ফায়ার না করাসহ বিভিন্ন আলোচনা হয়। সবশেষে সীমান্তে স্থিতিশীল পরিস্থিতি ও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে পরস্পর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।