১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:১৩ | 655 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুই দেশের সীমান্ত রক্ষাসহ সুসম্পর্ক বজায় রাখতে পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় ব্যাটালিয়ন ,১৮ বিজিবি’র নিয়ন্ত্রনাধীন গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪০৪/৪ আর সীমান্ত পিলার সংলগ্ন রমজানপাড়া এলাকায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিজিবি’র আহ্বানে বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গিরাগাঁও বিওপি’র জেসিও-৯০২৪ সুবেদার মোঃ ইয়াহিয়া এবং প্রতিপক্ষ ১৭ বিএসএফ ব্যাটালিয়ন এর চাকলাগছ ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর সুনিল কুমার। এখানে বিজিবি’র পক্ষে ৫ জন এবং বিএসএফ এর পক্ষে ৫জন উভয় পক্ষের মোট ১০জন সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় সহ দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরে সীমান্ত এলাকা দিয়ে পুশইন না হওয়া, সীমান্ত হত্যা না হওয়া, তারকাটা কর্তন, নারী ও শিশু পাচার, চোরাচালান, সীমান্ত এলাকায় কোন প্রকার ফায়ার না করাসহ বিভিন্ন আলোচনা হয়। সবশেষে সীমান্তে স্থিতিশীল পরিস্থিতি ও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে পরস্পর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET