
আনোয়ার হোসেন রনি-
শুধু সিলেট-২ আসন নয়, সারাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে এম. ইলিয়াস আলী একটি অনুভূতির নাম, একটি আন্দোলনের প্রতীক। দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ এই জনপ্রিয় নেতা আজও দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর হৃদয়ে জীবন্ত। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মীর কাছে ইলিয়াস আলী মানেই ত্যাগ, সাহস আর নেতৃত্বের প্রতিচ্ছবি।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে। এ সময় দলের একাংশের দাবি—এই আসনে অন্য কোনো হাইব্রিড বা অপরিচিত নেতাকে মনোনয়ন না দিয়ে এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রশীদ লুনাকে প্রার্থী করা উচিত।
তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে লুনা ভাবীই সংগঠনের নেতাকর্মীদের আগলে রেখেছেন, দলের দুঃসময়েও তাদের পাশে ছিলেন। তার নেতৃত্বেই এলাকায় বিএনপি সংগঠিত ও টিকে আছে। এমন অবস্থায় হঠাৎ করে বাইরে থেকে কোনো নতুন মুখকে এনে মনোনয়ন দিলে নেতাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়বে, যা নির্বাচনের মাঠে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
একজন স্থানীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের আগে যিনি একদিনও রাজপথে ছিলেন না, তাকে এনে যদি ত্যাগী ও জনপ্রিয় নেতার পরিবারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানো হয়, তাহলে সেটা শুধু অন্যায় নয়—দলের জন্যও আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”
তিনি আরও বলেন, “ইলিয়াস আলীর নাম, তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা, এবং তাঁর ত্যাগের স্মৃতি—এই তিনটি জিনিসই আজ সিলেট-২ আসনে বিএনপির রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। এই আবেগকে উপেক্ষা করে কাউকে চাপিয়ে দিলে তার প্রতিক্রিয়া শুধু এই আসনে নয়, সারাদেশে পড়বে।”
স্থানীয় পর্যায়ের অনেকেই মনে করেন, ইলিয়াস আলীর স্মৃতি আজ দলের ঐক্যের প্রতীক। তাঁর সহধর্মিণী লুনা ভাবীকে দলীয় প্রার্থী করলে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ ভোটাররাও আবারও বিএনপির পক্ষে জেগে উঠবে।
সবশেষে তৃণমূল নেতাদের আহ্বান—দলীয় হাইকমান্ড যেন ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা, তাঁর পরিবারের ত্যাগ, এবং সিলেটের মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে কোনো তাড়াহুড়ো বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না নেন। কারণ, ইলিয়াস আলীকে ভুলে যাওয়া মানে নিজের ইতিহাস, নিজের আন্দোলন, নিজের শিকড়কে অস্বীকার করা। ইলিয়াস আলী শুধু একটি নাম নয়—তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক অমর প্রতীক।