১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




অর্থমন্ত্রীকে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের লিগ্যাল নোটিশ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৩, ১৪:১৯ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলায় গত ১১মাসে ৩টি কমিটি দেয়া ও বাতিল করায় জেলা সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব এমপি’কে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদ্য বিদায়ী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল হাশেমের পক্ষে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন  বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। ১১মাসের মধ্যে ৩টি কমিটি গঠনতন্ত্রের পরিপন্থি হওয়ায় এ নোটিশ প্রেরণ করা হয় বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। এছাড়াও লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয় পুনঃরায় উপজেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবুর কমিটি পুনর্বহাল না করলে জেলা সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিবের বিরুদ্ধে দেশেল প্রচলিত আইনে ফৌজদারী/রিভিশন মামলা করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে নাঙ্গলকোট হাইস্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোন কমিটি ঘোষণা না দিয়ে ১১ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালুকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ মার্চ পূর্বের কমিটিকে বাতিল করে অধ্যক্ষ আবু ইউছুফকে সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সর্বশেষ গত ২ নভেম্বর ওই কমিটিও বাতিল করে রফিকুল হোসেন চেয়ারম্যানকে আহবায়ক ও অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET