গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) ছাগলনাইয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীর শারদীয় দুর্গাপূজার পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। এসময় শিরীন আখতার এমপি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ ও অসম্প্রদায়িক একটি দেশে। অসম্প্রদায়িক বাংলাদেশকে রক্ষা করতে রাষ্ট্র সার্বক্ষণিক কাজ করছে এবং দেশের সকল ধর্মের মানুষকে নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়ার লক্ষ্যে ১৪ দলের সরকারের সকল নেতৃবৃন্দ শরীরের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও কাজ করে যাবো। তিনি বলেন, মুক্তিযোদ্ধের বিরুধী চক্র দেশে শান্তি নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছি। এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এসময় তিনি আরো বলেন, গতবছর শারদীয় দুর্গাপুজায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার সরকার ও প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুকবুল আহমেদ, ঘোপাল ইউপি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ভুঁইয়া, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুল্লাহ রিপন, শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।