আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল):- বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষন চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫) একই এলাকার আব্দুল আলী বেপারীর ডিভোর্সি মেয়ে রেখা বেগমকে (২৫) বুধবার বিকেলে তার সহযোগীকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
এঘটনায় রেখা বেগম বাদী হয়ে সুমনসহ দুই জনকে আসামী করে বুধবার মামলা দায়ের করেন, নং-৭ (১৩.১১.১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্ত সুমন মিয়াকে বাশাইল গ্রাম থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুমনকে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।