১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত




আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০১৯, ১৯:০১ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-  বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ১ মিনিট নীরবতা পালন শেষে শোক র‌্যালী সদরের প্রধান সড়ক হতে উপজেলা চত্তর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে হত্যা করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, এসএম হোমায়েত উদ্দিন, আব্দুস সত্তার মোল্লা, জেলা পরিষদ সদস্য মহিলা আওয়ামীলীগ নেত্রী পিয়ারা ফারুক বখতিয়ার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, জসিম উদ্দিন সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমনী রঞ্জন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজলুল হক মন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফরহাত তালুকদার, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, শফিফুল হোসেন টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেশ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক। পরে জাতির পিতা, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ। জাতীয় জেল হত্যা দিবসের কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET