খোকন হাওলাদার,গৌরনদী (বরিশাল) প্রতিনি
ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স বীনা রানী শিকদার তার চাকরীর সুবাদে মেয়ে মিলিতা শিকদারকে নিয়ে হাসাপাতালের আবাসিক কোয়ার্টারে বসবাস করে আসছেন। মিলিতা গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির মেধাবী ছাত্রী। সূত্রমতে, স্কুল ছাত্রী মিলিতা স্কুলে আসা যাওয়ার সময় এবং কোয়ার্টারের সামনে ও পুকুরের ঘাটলায় অবস্থান নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় কতিপয় বখাটেরা তাকে বিভিন্ন ধরনের যৌণ হয়রানী করে আসছিলো। এ ঘটনায় একাধিকবার বখাটেদের বাঁধা প্রদান করা হলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বখাটেদের অব্যাহত যৌণ হয়রানী সহ্য করতে না পেরে ছাত্রী মিলিতা শুক্রবার রাতে নিজের বাসায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। মিলিতা পাশ্ববর্তী রামশীল গ্রামের মনোরঞ্জন শিকদারের কন্যা।