“ আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ ” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হবে। দিবসটি উদযাপনের কর্মসুচিসমুহ বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুপ্রক এর আয়োজনে বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গৃহিত নির্ধারিত কর্মসুচির মধ্যে দৃশ্যমান ও উম্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত পোস্টার স্থাপন,জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও আলোচনা সভা কর্মসুচি উল্লেখযোগ্য। সকল কর্মসুচি যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সফল করার আহবান জানান। প্রস্তুতিমুলক সভায় উপজেলা দুপ্রক , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।