১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ ১১ সভার সিদ্ধান্ত গ্রহণ




আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ ১১ সভার সিদ্ধান্ত গ্রহণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২৪, ২২:১৩ | 696 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সহ পৃথক পৃথক ভাবে ১১ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘ সকল প্রকার অপরাধ প্রতিরোধে সবার আন্তরিকতা প্রয়োজন’ উল্লেখ করে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোর্শেদ (মানিক), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডেন্টিস্ট) ডা. মোঃ কাজিরুল ইসলাম, ১৮ ব্যাটালিয়ন ও ৫০ ব্যাটালিয়ন এর প্রতিনিধি হিসেবে গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । উপজেলায় মাদক, চোরাচালান, কোরবানী উপলক্ষে নবন সংকট দেখানো, কোরবানীর চামড়া পাচার, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং , মোবাইল জুঁয়া , ইভটিজিং, বাল্য বিবাহ সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। বক্তারা আরো বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য উপজেলার চেয়ে অনেক ভালো ।

উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে সময়কে মূল্যায়ন করার আহবান জানান সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান। পরে পর্যায়ক্রমে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা, সড়ক নিরাপত্তা কমিটির সভা, ভিক্ষুক পুনর্বসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সামাজিক-সম্প্রীতি কমিটির সভা, এনজিও বিষয়ক সমন্বয় সভা, ঈদুল আযহা’র প্রস্তুতিমূলক সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালিকা (অনুর্ধ-১৭)-২০২৪ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা সমুহে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার, বিভিন্ন ঈদগাঁহ ময়দানের ইমাম ও কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ সভার সাথে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET