জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা(এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ১নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. এ.কে.এম সানোয়ার হুদা (সাধন), আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধু রাম পাল, টিকাদান কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ সহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রসঙ্গত, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আটোয়ারী উপজেলায় বিনামূল্যে ৬ হাজার ৮শত ২১ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্কুল পর্যায়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ বছর থেকে ১৪ বছর বযসী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা।
এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন। ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ুমুখ ক্যান্সার। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যানসার প্রতিরোধ সম্ভব। সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০ হতে ১৪ বছরের বিদ্যালয় বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেণিতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তিনি বলেন, আজ উদ্বোধনী দিনে উপজেলার ২টি উচ্চ বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন ছাত্রীকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।
টিকাদান কার্যক্রম উদ্বোধনের আগে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, নৈতিক শিক্ষা সম্পর্কে পরামর্শ এবং এইচপিভি টিকার উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মোঃ হুমায়ুন কবীর।