১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ




আটোয়ারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৫, ১৮:৪০ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ,সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপসহ বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মবিরতি,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটোর ( স্কুল, কলেজ ও মাদরাসা) উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মিছিল শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকের সামনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবং শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজনুল ইসলাম(নয়ন), মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবুল ইসলাম, মির্জাপুর মাওলানা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, আলোয়াখোয়া তফশীলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,দারখোর (ডুংডুংগী) উচাচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কাল্ব এর চেয়ারম্যান মুহাঃ বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গত সোমবার পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ওই দিন দুপুরের দিকে হঠাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শিক্ষকদের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এ ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ানো শিক্ষকদেরকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, ভিক্ষুক নয়-,আমরা শিক্ষক। শিক্ষকরা জাতি গঠনের অগ্রভাগে থেকে কাজ করেন, কিন্তু রাষ্ট্র তাদের সেই মর্যাদা ও অধিকার দেয় না। আজ শিক্ষক সমাজ লাঞ্চিত, অবমানিত। আমরা ন্যায্য প্রাপ্য চাই- ভিক্ষা নয়, অধিকার। যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজর ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ প্রদানের দাবীতে দেশব্যাপি এ আন্দোলন। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ- ন্যায় বিচার না পেলে আন্দোলন আরও তীব্র হবে বলে ঘোষনা দেন।
সমাবেশে দাবীসমুহ দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET