
পঞ্চগড়ের আটোয়ারীতে দন্ত চিকিৎসায় একটি মানসম্মত অত্যাধুনিক ডেন্টাল সরঞ্জাম, আধুনিক চিকিৎসা পদ্ধতি আর দক্ষ ডেন্টাল সার্জন নিয়ে ‘ মানহা ডেন্টাল কেয়ার ’ শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১০ অক্টোবর) বিকেলে আটোয়ারী (ফকিরগঞ্জ) বাজারস্থ হাসান প্লাজায় ‘ মানহা ডেন্টাল কেয়ার’ প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ও অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে মানহা ডেন্টাল কেয়ারের সত্বাধিকারী ডা.মোঃ কাজিরুল ইসলাম(ফাইহান) সহ তার পরিবারের লোকজন, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তি সহ অনেক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত চিকিৎসকগণ বলেন, আটোয়ারীতে দাঁতের উন্নত চিকিৎসায় একধাপ এগিয়ে গেল। এছাড়া প্রাতিষ্ঠানিক ডিগ্রীপ্রাপ্ত ডাক্তারও নেই। মানহা ডেন্টাল কেয়ার এর ডা.মোঃ কাজিরুল ইসলাম (ফাইহান) বিডিএস ডিগ্রী নিয়ে এসে চেম্বার করেছেন। তিনি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন বিসিএস(স্বাস্থ্য) ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি মুখ ও দন্ত রোগে বিশেষজ্ঞ। এতে আটোয়ারীবাসী ভালো ডাক্তারের দ্বারা ভালো সেবা পাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ও মানহা ডেন্টাল কেয়ার এর সত্বাধিকারী ডা. মোঃ কাজিরুল ইসলাম(ফাইহান) বলেন, আমি আটোয়ারীর সন্তান। আটোয়ারীবাসীকে সেবা দিতে চাই। তিনি বলেন, আধুনিক মেশিনের মাধ্যমে স্কেলিং এবং পলিসিং, ফিলিং, লেজারের মাধ্যমে কালার ম্যাচিং, দাঁত তোলা, রুট ক্যানেল চিকিৎসা, দাঁতের ক্যাপ ও ব্রিজ চিকিৎসা, ফাঁকা স্থান দুর করা সহ দাঁত শিরশির, মাড়ি থেকে রক্তপড়া এবং মুখের দুর্গন্ধ রোধে চিকিৎসা করা হবে। আলোচনার পরে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়।