
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর সারাদেশের ন্যায় অবশেষে পঞ্চগড়ের আটোয়ারীতেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শেখ মুজিবের ম্যুরাল ভেঙ্গে ফেলল বিক্ষুদ্ধ ছাত্ররা। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভিত্তি প্রস্তরের নামফলক গুঁড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন বিকেল প্রায় সাড়ে তিনটায় একদল বৈষম্যবিরোধী ছাত্র উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। পরে তারা ‘মুজিববাদ মুর্দাবাদ শ্লোগান ধরে শেখ মুজিবের ম্যুরালের ছবি ড্্রীল মেশিন ও হেমার দিয়ে ভাঙ্গতে শুরু করে। এক পর্যায় তারা ম্যুরালের কিছু অংশ, শেখ মুজিবুর রহমানের ছবি ও নামফলক ভেঙ্গে ফেলে এবং উপজেলা পরিষদ কার্যালয়ের মুল ফটকে শেখ হাসিনার নামফলক হাতুড়ী দিয়ে ভেঙ্গে দেয়। পরে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত শেখ মুজিবের ম্যুরালের ছবি ড্্রীল মেশিন দিয়ে তুলে ফেলে। এদিকে গত বৃহস্পতিবার উপজেলার ধামোর ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু ডাঙ্গীর হাট সরকারী কলেজের প্রধান ফটকে বঙ্গবন্ধুর নাম থাকায় সেটি ভেঙ্গে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।