“ উৎপাদনমূখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় সোমবার ( ১৮ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দায়ীত্ব পালন করেন পঞ্চগড় জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও ফোকাল পয়েন্ট হীতেন্দ্র নাথ বর্মন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোছাঃ রেনেসা খানম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন ও সিটি ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মির্জা আবির। প্রশিক্ষণ সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। সমবায় কি এবং এর গুরুত্ব, সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্যদের দায়িত্ব কর্তব্য, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিলুপ্তি, অপসারণ ও বহিস্কার। সমবায় সমিতির সভাসমুহ( বার্ষিক/ বিশেষ সাধারণ সভা,ব্যবস্থাপনা কমিটির সভা, মূলতবী ও তলবী সভা), সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, সমবায় সমিতির আমানত ও ঋণ ব্যবস্থাপনা, সমবায সমিতির বিনিয়োগ ব্যবস্থাপনা। ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ব্যবস্থাপনা সমিতির তথ্য এন্ট্রির ক্ষেত্রে বিশেষ ভুমিকা। সমবায় সমিতির আর্থিক রেজিস্টার পরিচিতি, হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী প্রস্তুতকরণ, নিরীক্ষা কি ও এর প্রয়োজনীয়তা, নিরীক্ষা সম্পাদনে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে আলোচনা। সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনতামূলক বিষয়সমুহ ঃ গুজব, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, প্রতারণা ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষকগণ পৃথক পৃথকভাবে প্রশিক্ষণে আলোচনা করেন। প্রশিক্ষণে ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।