পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আটোয়ারী থানার নবাগত ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আবু তাহের দুলাল প্রমুখ। সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট , শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সমন্বয় সভা শেষে শুন্য থেকে এক বছর বয়সী শতভাগ জন্মনিবন্ধন লক্ষ্যমাত্রা অর্জনকারী ইউনিয়নের মধ্যে ৪নং রাধানগর ইউনিয়ন প্রথম স্থান,৬নং ধামোর ইউনিয়ন দ্বিতীয় স্থান এবং ১নং মির্জাপুর ইউনিয়ন তৃতীয় স্থান অধিকার করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।