
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) কে গণ সংবর্ধনা দিয়েছে আলোয়াখোয়া ইউনিয়নবাসী। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়নবাসী। আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছত্রনাথ পালের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত স¤্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান সাজু,আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গিয়াস উদ্দীন, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও নব-নির্বাচিত ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সুধিজন। গণ সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম(কচি) সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এছাড়াও নৌকাকে বিজয়ী করতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত স¤্রাটের ভুয়সী প্রশংসা করেন। পরিশেষে তিনি পরিষদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাক্করিুল আলম (কচি)।