১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




আপন ভাগনের হাত ধরে সুখের সন্ধানে মামী !

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৩, ১৬:৫৯ | 672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৯ বছরের আপন ভাগনে মাহিমের হাত ধরে ২৮ বছরের মামী সাথী বেগম প্রেমের আসল রুপ দিতে সুখের সন্ধানে পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সাথী বেগমের স্বামী মোঃ শামীম হোসেন(৪১) বাদী হয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানায় তার আপন ভাগনে ও স্ত্রী সাথীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী মোঃ শামীম হোসেন মহানগরীর মতিহার থানার খোজাপুর মহব্বতের ঘাট এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগের বরাত দিয়ে জানাযায়, ভূক্তভোগী মোঃ শামীম হোসেনের আপন ভাগ্নে মাহিম এবং তার স্ত্রী সাথী বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে ভাগনে মাহিম ও তার প্রেমিকা মামী মিলে নগদ ৮০ হাজার টাকা, ১ভরি ৮আনা ওজনের স্বর্ণের গহনা, একটি টেকনো মোবাইল ও একটি বাটন মোবাইল ফোন, নিয়ে চলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশপাশের প্রতিবেশীদের বাড়িতে স্ত্রী ও তার ১৩ বছরের মেয়েকে খোঁজ করেন। তাদের কোথাও না পেয়ে মতিহার থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন।
এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, ভাগনের সাথে মামি তার মেয়েকে নিয়ে পালানোর ঘটনায় গৃহবধূর স্বামী শামীম হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET