সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আলাইন শহরে নিশান গাড়ি শোরুম এর দ্বিতীয় গলিতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো মেপেল ফার্মেসি। শুক্রবার রাতে ফিতা কেটে ফার্মেসিটির শুভ উদ্বোধন করা হয়। মেপেল ফার্মেসি স্বত্বাধিকারী কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়া পাড়া গ্রামের মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুধাবির সাবেক সেনাবাহিনী কর্মকর্তা আল রায়ি হারেব আল রায়ি মুসাব্বা আল কুতুবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাকিস্তানি চিকিৎসক ডাক্তার ছাদ খান, ডাক্তার গোল, বাংলাদেশী চিকিৎসক ডাক্তার হোসাইন মোহাম্মদ মুসা, আবুধাবি সেনাবাহিনী অফিসার চৌদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশী ও বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।