১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আমি নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প গড়ে তুলবো সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া




আমি নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প গড়ে তুলবো সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ১৯:৫৩ | 627 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ হাসিনা পুলিশলীগ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদের জেলে পাঠাতো জামিন দিতো না। ফ্যাসিবাদ সরকার আমলে গত ১৫বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম করেছে। আমাদের ব্যবসা-বাণিজ্য শেষ হয়েগেছে আমরা স্বাধীন আমরা চাই বাংলাদেশের যেন এ রকম স্বৈরশাসন আর যেন না আসে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন কেউ চাঁদাবাজি করবেন না। মানুষের পাশে থাকবেন মানুষকে কষ্ট দিবেন না। শুক্রবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মক্রবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ থেকে ৩৪বছর পূর্বে আমি রাজনীতিতে এসেছি, ১৯৯১ সালে আমি ডা: কামরুজ্জামানের নির্বাচন করেছি, ১৯৯৬ সালেও আমি নির্বাচনে কাজ করেছি, পরবর্তীতে ডাক্তার কামরুজ্জামান আর রাজনীতি করবেন ঘোষণা দিয়েছেন। তিনি আমাকে রাজনীতিতে আসার জন্য বলেছেন তখন নাঙ্গলকোটে বিএনপি সভাপতি ছিলেন সামছুউদ্দিন আজাদ কাশেম। পরে প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করা হয়, ভোটের মাধ্যমে আমি উপজেলা বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছি। পরবর্তীতে আপনাদের ভোটে ২০০১ সালে আমি সংসদ নির্বাচিত হই। ২০০৭ সালে বিনা অপরাধে আমি ১বছর কারাবন্ধী ছিলাম। ২০০৮ সালে আমার জনপ্রিয় প্রায় শতাধিক প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন করতে দেয় নাই। ওই সময় বিএনপি তখন ৩০টি আসন পায়। এখন সময় এসেছে আমরা স্বাধীন বাংলাদেশকে আবার পুনরায় গড়ে তুলবো, আমি নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে নারীদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলবো। প্রত্যেকটি বাড়ির সাথে বাড়ির কানেকটিং সড়ক পাকাকরণ করা হবে। আওয়ামীলীগ মুসলিমলীগ হয়ে যাবে এদেরকে আর কেউ গ্রহণ করবে না এরা বিলিন হয়ে যাবে। এ নাঙ্গলকোট আগের মতো একটি স্বতন্ত্র নির্বাচনী আসন হবে।
সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ছাত্রদল নেতা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মক্রবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, বিএনপি নেতা অধ্যাপক মাহবুবুল হক, পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতা শোয়েব খন্দকার, বিএনপি নেতা মফিজুর রহমান ডিলার, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET