জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আ’লীগ সরকারের সময়ে সাংবাদিকরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছিল। সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয়নি। গত ৫ আগষ্টে ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। জামায়াতে ইসলামী সব সময় সাংবাদিকদের সম্মান করে। শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী, মোঃ আবদুল মান্নান, মোঃ আকতারুজ্জামান, আবু বকর সুজন, মুহাঃ জহিরুল হাসান, এমরান হোসেন বাপ্পি, মোঃ এমদাদ উল্যাহ, আবুল বাশার রানা, মোঃ বেলাল হোসাইন, এম এ আলম, মোঃ আহসান উল্যাহ, কামাল হোসেন নয়ন, মোঃ শাহীন আলম, মোঃ গোলাম রসুল, মনোয়ার হোসেন, মনির উল্যাহ ভুঁইয়া, মিজানুর রহমান মিনু, জহিরুল ইসলাম সুমন, মু. ফখরুদ্দিন ইমন, মোঃ হোসাইন মামুন, আনিছুর রহমান, ইউসুফ মজুমদার, কাজী সেলিম, সফিউল আলম, মোঃ রাকিব হোসেন, মোঃ সাইদুল হক, মোঃ ইমাম হোসেন ভুঁইয়া।