
ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৫৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন
ইসলামি পুস্তক প্রকাশনা কার্যক্রম প্রকল্প পরিচালক মোঃ হাবেজ আহমেদ। গত ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয় সভা ও বার্ষিক সম্মেলনে এ কমিটি অনুমোদিত হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের ৮ টি বিভাগীয় কার্যালয় ও ৬৪ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।