ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর ৬ষ্ঠ আসরে কুমিল্লা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল ৯ম শ্রেণির শিক্ষার্থী আদিবা মজুমদার। এছাড়াও কুমিল্লা বিভাগে প্রথম রাউন্ডের পরীক্ষার ফলাফলে বিজয়ী ১শত মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৫জন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষার্থী। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর ৬ষ্ঠ আসরে মেধার স্বাক্ষর রাখা ওই ৫ শিক্ষার্থীকে শনিবার সকালে ফুলেল সংবর্ধনা জানান বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিবার। বিজয়ী শিক্ষার্থীরা হলো ওই স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আদিবা মজুমদার, সায়মা আক্তার, ফাইজা আক্তার, ৮ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আক্তার ও ফাইজা কবীর।
অনুষ্ঠান শুরুতে বিজয়ী শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচছা জানান স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষক বৃন্দ।
বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার।
স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফ উদ্দিন, প্রাথমিক শাখা ইনচার্জ নুরেরচ্ছাফা খন্দকার আরিফ, স্কুল শিক্ষক শরীফুল্লাহ ভূঁইয়া, আব্দুল হক, আবুল কালাম নয়ন, নুরুন্নবী রিয়াদ, নুরুল্লাহ রায়হান, ইউনুছ মিয়া, সোহাগ হোসেন, হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সেলিম মিয়াজি, আব্দুল কাহার, মাওলানা এসএম শহীদ, শেফায়েতুল্লাহ, সোহাগ হোসেন, ইয়াহিয়া খন্দকার, শাহাদাত হোসেন জাহিদুল ইসলাম রবিন, জান্নাতুল ফেরদাউস, শ্রাবণী, আসমা আক্তার, শবনম।
Please follow and like us: